তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে বিএনপির লিফলেট বিতরণ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়ন ২নং ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিষ্ণাদি বাজার এবং নোয়াগাঁও গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের মাঝে ও সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

২৬ জুলাই শনিবার বিকেলে অনুষ্টিত নোয়াগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হালিমের সভাপতিত্বে নোয়াগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলজার হোসেন, কাশেম হাজী, রফিজউদ্দিন, মজিদ মেম্বার, আমির হোসেন, এসহাক, আতাউর, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ মোল্লা, আতাউর, নাছির, গনি, মনির, কবির হোসেন, ডালিম, কামাল, জামান ও নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক রিপন, সদস্য কবির হোসেন, রাজিব, রমজান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।