সান নারায়ণগঞ্জ
দৈনিক উজ্জীবিত বাংলাদেশের বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের সাংবাদিক মহল। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
৬ মে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম আহম্মেদ ডালিম, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক।
বক্তারা বলেন, ‘৫ আগস্টের পর সাংবাদিকদের নানা ভাবে দমন করার চেষ্টা করছে কিছু অপশক্তি। এর ধারাবাহিকতায় মিলন বিশ্বাস হৃদয় ও হাবিব খন্দকারের ওপর হামলা হয়েছে। এটি ছিল পরিকল্পিত হত্যাচেষ্টা। এই ঘটনার তীব্র নিন্দা জানাই ও বিচার দাবি করছি।’
সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বক্তারা আরও বলেন, ‘সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একজনের বিপদে আপদে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। তবেই অপরধীরাদের দাত ভাঙা জবাব দেওয়া সম্ভব হবে।’
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক, একুশে টিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি আরিফ হোসাইন কনক, এখন টিভির জেলা প্রতিনিধি এমরান আলী সজিব, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, দৈনিক ডেসটিনির প্রতিনিধি হারুনুর রশীদ সাগর, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহমুদুল হাসান কচি, উজ্জীবিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহেদ, মাল্টিমিডিয়ার রিপোর্টার রাকিবুল হাসান, বিপি নিউজের স্টাফ রিপোর্টার মেহেদি মঞ্জুর বকুল, খবর নারায়ণগঞ্জের সম্পাদক মশিউর রহমান, সিটি নিউজের নির্বাহী সম্পাদক সোহেল সরকার, জাগো নারায়ণগঞ্জ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক রফিকউল্লাহ রিপন, প্রতিদিনের নারায়ণগঞ্জের সাব্বির আহমেদ, এখন টিভির ক্যামেরাপারসন আব্দুল্লাহ আল মামুন, নাগরিক টিভির রায়হান রনি, এশিয়ান টিভির আরিফ আলম প্রমুখ।