সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে হতাহতের মামলা, মাদক, চুরিসহ বিভিন্ন মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৫ মার্চ বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে দুইজন রিমাণ্ড ফেরতসহ ৯ জন আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে ১ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল, বৈষম্য বিরোধী মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য মামলায় আরও ৪ জনকে আটক করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।