গ্রেপ্তার ভয়ে কর্মহীন: অভাবের তাড়নায় রূপগঞ্জে আ’লীগ কর্মীর আত্মহত্যা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার গ্রেপ্তার ভয়ে পালিয়ে বেড়ানো কর্মহীন আওয়ামীলীগ কর্মী সাইফুল ইসলাম অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন বলে পরিবার জানিয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত ৫ আগস্টের পর গ্রেপ্তার ভয়ে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন সাইফুল ইসলাম। সেখানেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

৩ মার্চ সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাগবের বাজার এলাকায় আত্মহত্যা করেন সাইফুল ইসলাম (৩২)। তিনি রূপগঞ্জ উপজেলার মুশুরী এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি বাগবের বাজার এলাকার শ্বশুড় বাড়িতে থাকতেন।

নিহতের স্ত্রী আকলিমা বেগম গণমাধ্যমকে জানান, তার স্বামী সাইফুল ইসলাম আওয়ামীলীগ কর্মী হওয়ার কারনে পুলিশি গ্রেপ্তারের ভয় পেতো। প্রতিপক্ষ দলের নেতাকর্মী ও পুলিশের গ্রেপ্তার এড়াতে অটো চালক সাইফুল গত ৫ আগষ্টের পর থেকে শ্বশুর বাড়িতে আত্মগোপনে যান এবং হয়ে পড়ে কর্মহীন। এরই মাঝে অভাব দেখা দিলে সংসারের হাল ধরেন স্ত্রী আকলিমা। সড়কে দিনমজুরের কাজ করতেন স্ত্রী। একদিকে পুলিশের গ্রেপ্তার এড়াতে পলাতক থাকা অন্যদিকে দুই সন্তান আর স্ত্রীর ভরনপোষণ দিতে হিমসিমসহ নানা কষ্ট নিয়ে সোমবার দিবাগত মধ্যরাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম।

এদিকে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী স্থানীয় গণমাধ্যমকে বলেন, বাগবের এলাকায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে মর্মে সংবাদ পেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।